• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

শিবালয়ে পথচারীদের জন্য সুপেয় খাবার পানির ট্যাংকি স্থাপন

  • ''
  • প্রকাশিত ২৯ এপ্রিল ২০২৪

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি:

চলমান তীব্র তাপদাহে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় সুপেয় খাবার পানির ব্যবস্থা করেন শিবালয় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তর। শিবালয়ের বিভিন্ন জনবহুল স্থানে বিশেষ করে আরিচা লঞ্চ ঘাট, পাটুরিয়া লঞ্চ ঘাট ছাড়াও টেপড়া, উথলী, বরংগাইল বাসস্ট্যান্ড ও উপজেলা পরিষদে সুপেয় পানির ট্যাংকি স্থাপন করা হয়।

পানির ট্যাংকি উদ্বোধনকালে ইউএনও বেলাল হোসেন বলেন, তীব্র তাপদাহে সাধারণ যাত্রী ও জননাধারণদের একটু স্বস্তি দিতে অস্থায়ী সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: দবিরুল ইসলাম বলেন, প্রধান প্রকৌশলী স্যারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের সহয়তায় সুপেয় পানির ট্যাংকি স্থাপন করা হয়েছে।

এ সময় মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহজাহান বিশ্বাস, শিবালয় উপজেলা প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, কোষাধক্ষ্য সুমন হোসেন, সাংবাদিক সমিতি সাধারণ সম্পাদক নিরঞ্জন সূত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads